NE UpdatesHappeningsBreaking News
মিজোরামের প্রথম আক্রান্ত মহিলা সুস্থ, মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেলেন
২৪ এপ্রিল :মিজোরামের ২২ বছর বয়সী মহিলা যিনি মুম্বাইয়ের মিজোরাম হাউসে প্রথম কোভিড-১৯-এর জন্য পরীক্ষা করিয়েছিলেন, তিনি বর্তমানে সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার মিজোরামের স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের (আইডিএসপি) রাজ্য নোডাল অফিসার এবং মহামারি বিশেষজ্ঞ ডাঃ পাচুউ লালমালসুয়ামা জানিয়েছেন, সেন্ট জর্জ হাসপাতালে এই মহিলার পরীক্ষায় নিগেটিভ আসায় তাঁকে বুধবার ছেড়ে দেওয়া হয়।
তিনি জানান, মুম্বাইয়ের স্যালভেশন আর্মি চার্চের আর্মি রেড শিল্ড হোস্টেলে ১৪ দিনের জন্য রোগীকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছিল। রোগী তাঁর স্বামীর সঙ্গে ফেব্রুয়ারির গোড়ার দিকে মুম্বাই পৌঁছেছিলেন এবং এর আগে তিনি শহরের টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন।গত ১৩ এপ্রিল এই মহিলার কোভিড-১৯ এর পরীক্ষা করানোর পর নিগেটিভ আসে এবং তাঁকে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়।
পাচুয়ার বক্তব্য অনুযায়ী, সোম ও মঙ্গলবার দু’দিন পরীক্ষার পর নিগেটিভ আসায় রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত মিজোরামের ছয় জন এবং মুম্বাইয়ের মিজোরাম হাউসের স্থানীয় এক কর্মী বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন।মিজোরামের ছয়জন রোগীর মধ্যে চারজন ক্যান্সার রোগী এবং দু’জন তাদের এটেন্ডেন্ট। ১৮ এপ্রিল মিজোরাম হাউসে থাকা কোভিড আক্রান্ত প্রথম মহিলা রোগীর সঙ্গে একই কক্ষে থাকায় তিনজনের পরীক্ষার পর পজিটিভ আসে। মঙ্গলবার আবারও এক সুইপার সহ মিজোরাম হাউসের চারজন এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হন।
তাদের মধ্যে পাঁচজন একট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জনকে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন। তারা জানান, রোগীরা ঝুঁকির বাইরে রয়েছেন। তবে মিজোরাম এ পর্যন্ত ৫০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। পাচুয়ার মতে, এই রোগী আইজলের কাছে জোরাম মেডিক্যাল কলেজে (জেডএমসি) চিকিতসা রয়েছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।