NE UpdatesBarak UpdatesHappenings
ত্রিপুরায় ৪ জঙ্গির আত্মসমর্পণ
ওয়েটুবরাক, ৩ অক্টোবর: এনএলএফটি-র ৪ ক্যাডার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷ এরা পরিমল দেববর্মা গোষ্ঠীর সন্ত্রাসবাদী। রাজ্য পুলিশ জানিয়েছে, দোবেরাম রিয়াং, শৈলেন্দ্র রিয়াং, সাম্প্রেল দেব্বর্মা এবং শুভলাল ত্রিপুরা শুক্রবার রাতে গোয়েন্দা শাখার কাছে আত্মসমর্পণ করেন। তারা ১টি মার্কিন রিভলবার, ১টি দেশি বন্দুক, ১টি চাইনিজ গ্রেনেড, ৪টি কার্তুজ এবং বাংলাদেশি ৮০০ টাকা পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে নিজেরাই জানান, বাংলাদেশের রাঙামাটি জেলার বাগাইছড়ি শিবির থেকে পালিয়ে এসেছেন তাঁরা। ২০১৯ সালে এনএলএফটি সন্ত্রাসবাদী-এর সংগঠনে যোগ দিয়েছিলেন। ওই শিবিরে সঙ্গে অন্য রাজ্যের সন্ত্রাসবাদীরাও রয়েছে। এতদিন থাকার পর তারা বুঝতে পেরেছেন, স্বাধীন ত্রিপুরা গড়ার স্বপ্নপূরণ সম্ভব নয়৷ স্বাধীন ত্রিপুরার লড়াই সম্পূর্ণ ভিত্তিহীন।