NE UpdatesAnalyticsBreaking News
আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে স্কুটি পেতে মেয়েদেরও চাই ৭৫ শতাংশ নম্বর, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ৫ জুলাই ঃ উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ বা ততোধিক নম্বর পাওয়া ছাত্রীকে এবং ৭৫ শতাংশ বা ততোধিক নম্বর পাওয়া ছাত্রকে স্কুটি দেওয়া হবে। বুধবার রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে জনতা ভবনে সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও মন্ত্রী বিমল বরা।
মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জানান, এ বছর স্কুটি দেওয়ার ব্যাপারে ক্যাবিনেটের সিদ্ধান্ত আগামী বছরে সামান্য পরিবর্তন হবে। আগামী বছর থেকে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের স্কুটি দেবে সরকার। অর্থাৎ ছাত্রীদের ক্ষেত্রে এতোদিন যে ৬০ শতাংশ নম্বর পেলে স্কুটি পাওয়া যেত, আগামী বছর থেকে তা আর থাকবে না। স্কুটি পেতে হলে ছাত্রীদেরও ৭৫ শতাংশ নম্বর পেতে হবে।
অন্যদিকে, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আসামের নবম শ্রেণির ৩ লক্ষ ৭৮ হাজার ছাত্রছাত্রীকে সরকার সাইকেল বিতরণ করবে। এজন্য মন্ত্রীসভা ১৬৭ কোটি ৯৪ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার চা বাগান এলাকায় নতুন করে যে সব মডেল স্কুল স্থাপন করেছে, সেগুলোতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। অন্যান্য বিদ্যালয়ে নিযুক্ত থাকা চা বাগান এলাকার ১১০০ শিক্ষককে বাগান এলাকাতে বদলি করা হবে।