NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

পঞ্জাব থেকে দিল্লি হয়ে আগরতলা নতুন ট্রেন

থামবে বদরপুর-নিউ করিমগঞ্জ-পাথারকান্দিতেও

ওয়েটুবরাক, ২৫ আগস্ট : আগরতলা ও পঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টের মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল৷ ০৪৪৯৪ নম্বরের ট্রেনটি আগামী ৩০ আগস্ট থেকে তার চলাচল শুরু করবে৷ সেদিন বেলা ১টা ২৫ মিনিটে ট্রেন রওয়ানা হবে ফিরোজপুর থেকে৷ বুধবার রাত ১১টায় আগরতলায় পৌঁছাবে৷

একইভাবে প্রতি সপ্তাহে সোমবার সেটি ফিরোজপুর থেকে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে৷ প্রতি বৃহস্পতিবার সেটি ০৪৪৯৩ হয়ে বিকাল ৩ টায় আগরতলা থেকে ফিরোজপুর ক্যান্টনমেন্টের উদ্দেশে যাত্রা করবে৷ গন্তব্যে পৌঁছাবে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে৷ ২৮৯৭ কিলোমিটার পৌঁছাতে এই ট্রেন ২৯টি স্টেশনে দাঁড়াবে৷ নতুন দিল্লি, কানপুর, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি ছাড়াও বদরপুর, নিউ করিমগঞ্জ, পাথারকান্দিতেও সেটি দাঁড়াবে বলে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker