Barak UpdatesHappeningsBreaking News
প্রতিষ্ঠা দিবসে ডিএনএনকে স্কুলকে ডেস্ক-বেঞ্চ দিল ‘ফ্রেন্ডস ফর এভার’
ওয়েটুবরাক, ১ আগস্টঃ জন্মদিনের উপহারই বটে। শতবর্ষ পেরনো দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ১৪ জোড়া ডেস্ক-বেঞ্চ এবং একজোড়া চেয়ার-টেবিল দিল ‘ফ্রেন্ডস ফর এভার’ নামে এক সোশ্যাল মিডিয়া গ্রুপ। তাঁরা ১৯৯০ সালে শিলচরের গুরুচরণ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ার দৌলতে ৩৮জন এক গ্রুপভুক্ত হয়েছেন। নিজেদের মধ্যে যেমন মধুর অতীত নিয়ে চর্চা হয়, তেমনি সমাজের জন্যও কিছু করতে চান। ওই বাসনা থেকেই আজ ডিএনএনকে স্কুলে ডেস্ক-বেঞ্চ দিলেন। সঙ্গে একজোড়া চেয়ার-টেবিলও। ৩৮ বন্ধুর পক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুছন্দা দে, মধুছন্দা নাথ ও সোমা কর্মকার।
আজ রবিবার আনুষ্ঠানিকভাবে দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সকালে পতাকা উত্তোলন করেন স্কুলের অধ্যক্ষ অভিজিত সাহা। স্কুলের প্রাক্তন শিক্ষিকা মুক্তি সেনের কথা ও সুরে স্কুলের ছাত্রীরা শতবর্ষের সঙ্গীত পরিবেশন করেন। মুক্তিদেবী সংক্ষেপে এই সঙ্গীত রচনার প্রেক্ষাপট তুলে ধরেন। শতবর্ষ প্রাচীন স্কুলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ দে। দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বা ডিএনএনকে স্কুলের চেয়ে কেন স্বদেশী স্কুল নামেই সবাই বেশি চেনেন, তা ব্যাখ্যা করেন তিনি।
অধ্যক্ষ অভিজিত সাহা বলেন, “যেভাবে শতবর্ষের নানা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়, দেড়শো বছর পূর্তিতে যেন উত্তর প্রজন্ম গর্বের সঙ্গে আমাদের কথা বলতে পারেন, সে ভাবে সকলকে কাজ করে যেতে হবে।” তিনি জানান, ‘”কোভিডের দরুন শতবর্ষের অনুষ্ঠানগুলি হতে পারেনি বটে, কিন্তু পরিস্থতির উন্নতি হলে আমরা ধুমধাম করে শতবর্ষ উদযাপন করব।” অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সুজাতা চৌধুরী। সঞ্চালনা করেন সন্দীপ দেব। সবাই ‘ফ্রেন্ডস ফর এভার’-এর কাজের ভূয়সী প্রশংসা করেন।