Barak UpdatesHappeningsBreaking News
বাড়ি বাড়ি গিয়ে অশীতিপরদের প্রতিষেধক দেওয়ার দাবি
ওয়েটুবরাক, ৩ মে: করোনা ভ্যাকসিন নিয়ে প্রবীণ নাগরিকরা অনেকদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।সেবাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না৷ এর দরুন জনগণ ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিতে পারছেন না। এ ব্যাপারে রূপমের পক্ষ থেকে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ তাঁদের আবেদন, তিনি যেন অতিসত্বর এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেন।
রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, ৭০/৮০ বছরের ঊর্ধ্বে ও শারীরিকভাবে অক্ষম অনেকের পক্ষে টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই তাদের যেন বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই ব্যাপারে জেলা প্রশাসনকে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেন তিনি।
নিখিলবাবুর কথায়, এ বার বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রবীণ নাগরিকদের ভোট সংগ্রহ করা হয়েছে। একই উপায়ে ভ্যাকসিনটাও যদি বাড়ি বাড়ি গিয়ে দেওয়া যায়, রূপমের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি করা হয়।