Barak UpdatesAnalyticsBreaking News
তপোধীর ভট্টাচার্যকে উনিশের পদক দিচ্ছে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি
ওয়ে টু বরাক, ১৭ মে : ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির ‘উনিশের পদক’-এর প্রথম প্রাপক হচ্ছেন বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র, কবি ও শিক্ষাবিদ ড. তপোধীর ভট্টাচার্য। শুক্রবার ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সমিতির সম্পাদক রাজীব কর জানান, এ বছর প্রথম বারই ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনিশের বহমান লড়াই সংগ্রামের সুর বেঁধে যাদের বলিষ্ঠ অনুপ্রেরণায় এবং অভিভাবকত্বে আমাদের উনিশের পথচলা চলছে, তাদের একে একে সম্মানিত করার জন্য আমাদের ‘উনিশের পদক’ দিয়ে তাদের সম্মানিত করার প্রয়াস।
তিনি জানান, আগামী ১৯ মে সকাল ৮টায় ভাষা শহিদ স্টেশনের অনুষ্ঠানমালায় ড. তাপস শঙ্কর দত্ত স্মৃতিমঞ্চে ড. তপোধীর ভট্টাচার্যের হাতে এই সম্মাননা তুলে দেবেন বাংলাদেশের একুশের পদকপ্রাপ্ত বিখ্যাত আবৃত্তিকার ও নাট্যজন ভাস্বর বন্দোপাধ্যায়। সঙ্গে থাকবেন আজকাল পত্রিকার সাংবাদিক দেবাশিস চন্দ, আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের বাংলাদেশের সভাপতি বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম এবং অন্যান্য বিশিষ্টজন।