Barak UpdatesHappeningsBreaking News
ত্রাণ বিতরণে ধাগা-র তরুণরাYouths of ‘Dhaga’ distributes relief among the poor
রোনক দাম, সৌম্যজিত দত্ত, তাপসী দে, অনুপ্রিয়া চক্রবর্তী, অতুলকুমার সিং, অভিষেক চক্রবর্তী ও প্রীতম রায়। সকলের বয়স 17 থেকে 25 বছর। তারা আশ্রম রোড, মালিনী বিলে গিয়ে দুস্থদের মধ্যে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাঁরা যান উজ্জ্বলা-তেও। মোট দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় ধাগা-র সংগৃহীত জিনিসপত্র।
ওই সব সামগ্রী সংগ্রহে সাহায্যের হাত বাড়িয়ে দেন লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান শঙ্করপ্রসাদ চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী, ইন্দ্রাণী ভট্টাচার্য, তানিয়া ভৌমিক ও শুভরঞ্জন দাস, জানান ধাগা-র সভাপতি প্রীতম রায় ও প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহম চৌধুরী। তাঁরা বলেন, এই ত্রাণ কর্মসূচি তাঁরা অব্যাহত রাখবেন।
Around 200 people of areas like Ashram Road, Malini Beel, Ujawala Centre were provided essential commodities, like rice, dal, oil, salt, potatoes, soybean and soap. Present during the distribution of the aid were Ronak Dam, Soumyajit Dutta, Tapashi Dey, Anupriya Chakraborty, Atul Kumar Singh, Abhishek Chakraborty and Pritam Roy.
Soham Chowdhury, Project Coordinator of ‘Dhaga’ expressed thanks to Shankar Prasad Chakraborty, Zone chairman District 32G, Debraj Chakraborty, Lion Indrani Bhattacharjee,Tania Bhowmik, Shubho Ranjan Das for their support. Pritam Roy, President of Dhaga thanked the members of his organisation and expressed the view that they will continue to help people during this lockdown in other parts of the town.