Barak UpdatesHappeningsBreaking News
7-year old Thalassemia patient drowns in riverথ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর সলিল সমাধি
২২ ফেব্রুয়ারি: জন্মের চার মাস পরই ধরা পড়ে ছেলেটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত৷ তবু এতটাই প্রাণোচ্ছল ছিল যে, কারও পক্ষে তাকে জটিল রোগে আক্রান্ত বলে বোঝা কঠিন ঠেকতো৷ শেষপর্যন্ত তাকে প্রাণ দিতে হয় জলে ডুবে৷ বৃহস্পতিবার ক্যানসার আক্রান্ত দিদিমাকে নিয়ে ক্যানসার হাসপাতালে গিয়েছিলেন তার মা৷
৭ বছরের ঋষভ শীল তখন বাড়িতে একা৷ কারণ তার বাবা সেনাবাহিনীতে চাকরি করেন৷ মূল বাড়ি ধলাইর পানিভরায়৷ কিন্তু একমাত্র ছেলে ঋষভকে নিয়ে তার মা কাটিগড়ার হিলারায় বাবার বাড়িতেই থাকেন৷ সেখানেই বিপত্তি বাঁধে৷ মা-দিদিমা হাসপাতালে চলে গেলে একবার প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর পারে যায় সে৷ আচমকা গড়িয়ে পড়ে সোজা নদীর জলে৷ গ্রামবাসীরা ঝাঁপালেও শেষরক্ষা হয়নি৷ কিছুক্ষণের মধ্যে তার মৃতদেহ ভেসে ওঠে৷ এনজিও সক্ষমের পক্ষ থেকে ঋষভের মৃত্যুতে শোক ব্যক্ত করা হয়েছে৷