Barak UpdatesHappeningsBreaking News

অ্যাপসলসের কালীপূজায় এ বার অন্য চমক

ওয়েটুবরাক, ৯ নভেম্বর : মালুগ্রাম অঞ্চলের ‘দ্য অ্যাপোসলস ক্লাবের কালীপূজা মানেই বন সংরক্ষণের বার্তা, প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন৷ পরিবেশনার গুণে সবকটি নিছক বার্তা হয়ে থাকেনি, হয়েছে দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষকও৷ তবে এ বারের কালীপূজায় কিছুটা রুচিবদল, একটু ভিন্ন ভাবনা৷

দ্য অ্যাপসলসের সচিব অর্চিতেন্দু দাস (কিষান) জানান, ৩৬-তম বর্ষে তাঁরা গ্রাম বাংলাকে তুলে আনছেন৷ বাঁশের ঘরকে লক্ষ্মীসরা সহ নানা ঐতিহ্যপূর্ণ সামগ্রীতে সাজিয়ে তোলা হচ্ছে৷ মা থাকবেন মাটির ঘরে৷ এর সজ্জাও অতীতকালে নিয়ে যাবে ভক্তকুলকে৷

দ্য অ্যাপোসলসের পুজোর অতি পরিচিত মুখ, সামনে থেকে সবাইকে নেতৃত্ব দেওয়া উজ্জ্বল ব্যক্তিত্ব সন্দীপন এন্দ এখন আর বেঁচে নেই৷ তাঁর শূন্যতার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন অর্চিতেন্দু সহ সকল কর্মকর্তা৷

নতুন পুজো কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন অরবিন্দ সিকিদার৷ সম্পাদক সঞ্জয় দেব৷ কোষাধ্যক্ষ দুইজন যশোজিৎ ঘোষ ও সঞ্জয় দাস৷ প্রাক্তন পুর সদস্য মহীতোষ মণ্ডল সহ-সভাপতির দায়িত্বে৷ আরও দুই সহ-সভাপতি পিয়াল দেব ও মৃদুল তরাত৷ দুই যুগ্ম সম্পাদক হলেন লোহিতেশ দাস ও অমিতাভ দে৷ গত বছরের মতো এই বছরেও প্রচারের দায়িত্ব সামলাচ্ছেন জয়দীপ চক্রবর্তী৷

জয়দীপ জানান, মণ্ডপশিল্পী পঞ্চানন দেবনাথ৷ প্রতিমা বানাচ্ছেন লক্ষ্মীপুরের নবেন্দু চক্রবর্তী৷ আলোকসজ্জায় নবদ্বীপের অসীম মণ্ডল৷ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে আগামী ১২ নভেম্বর সন্ধ্যা ছয়টায় মণ্ডপ উদ্বোধন করা হবে৷ ১৩, ১৪ তারিখেও দর্শনার্থীদের জন্য মণ্ডপ খোলা থাকবে, থাকবে আলোকসজ্জাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker