Barak UpdatesBreaking NewsFeature Story

Niharendra Thakur will not contest in election
নীহার ঠাকুর আর ভোটে দাঁড়াচ্ছেন না

২১ জানুয়ারি: নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর নেতৃত্বাধীন শিলচর পুরবোর্ডের মেয়াদ ফুরোতে চলেছে৷ আগামী ৩১ মার্চ তাঁদের কার্যকালের অন্তিম দিন৷ এর আগেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে৷ ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে বলে আশা করা হচ্ছে৷

Rananuj

বর্তমান পুর সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর আর ভোটে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন৷ গত নির্বাচনেও অবশ্য নিজের ইচ্ছায় প্রতিদ্বন্দ্বিতায় নামেননি৷ দলীয় নির্দেশ মাথা পেতে নিয়েছিলেন৷ পুর সদস্য পদে বিজয়ী হয়ে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও একই কথা খাটে৷ তাঁর দাবি, এ বার আগেভাগেই দলকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে রাখছেন৷ ফলে তিনি যে আর ভোটে দাঁড়াচ্ছেন না, সেটা পাকা৷ কেন এই সিদ্ধান্ত? শারীরিক সমস্যা?

৭৭ বছর বয়সী নীহারবাবুর জবাব, ‘না, সকলের শুভেচ্ছায় এই বয়সেও সম্পূর্ণ সুস্থ রয়েছি৷’ তবে? বললেন, রোজগারের জায়গায় ৫ বছরে বিরাট লোকসান হয়ে গিয়েছে৷ এই লোকসানের বহর আর বাড়ানো যায় না৷ তাঁর কথায়, পুরসভাটা রোজগারের জায়গা নয়৷ কিন্তু পুরো সময় এ নিয়েই ব্যস্ত থাকতে হয়৷ সেজন্য আইনজীবী হিসাবে কাজকর্ম করা সম্ভব হয়ে ওঠে না৷ আর কোর্টে সময় দিতে না পারলে রোজগার কমে যাওয়াই স্বাভাবিক৷ এর পরই তাঁর স্বগতোক্তি, ‘আমাকে তো খেতে হবে!’

রোজগারের কথা বাদ দিলেও গত ৫ বছরে কম সমালোচনা সইতে হয়নি তাঁকে৷ তা অবশ্য তিনি গায়ে মাখেননি৷ জোর গলায় হেসে বলেন, ওইসব তো হবেই৷ তবে নিজের কাজকর্মে তৃপ্ত বলেই দাবি করেন নীহারবাবু৷ জানান, ‘আলো ও পানীয় জলের যে ব্যবস্থা করে গিয়েছি, আগামী ৩০ বছরেও ওই নিয়ে ভাবতে হবে না৷’

পার্ক নিয়ে তাঁর বিরুদ্ধে কম সমালোচনা হয়নি৷ বলা যায়, ঝড় বয়ে চলে৷ নীহারবাবু কিন্তু পার্ক উন্নয়নকেও তাঁর বিশেষ সাফল্য হিসাবে চিহ্নিত করেন৷ জানান, তিনটি পার্কের উন্নয়নে টাকা এসেছে অম্রুত প্রকল্পে৷ গান্ধীবাগের কাজ চলছে৷ নরসিংটোলা এবং শিশু উদ্যানেরও উন্নতি করা হবে৷

পুরসভার কাজ করতে গিয়ে বাধা বা অসহযোগিতা? এ বারও সোজাসুজি জবাব, :কাজে বাধা বা সমালোচনা থাকবেই৷ তাই কারও সমালোচনা করতে চাই না৷’ কারও বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়া বা আলটপকা মন্তব্য করা তাঁর প্রকৃতিবিরুদ্ধ বলেও মন্তব্য করেন নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker