Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে জাতীয় ঐক্য সপ্তাহে নানা সাংস্কৃতিক কার্যক্রম
ওয়েটুবরাক, ৩০ অক্টোবর : জাতীয় ঐক্য সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে সোমবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে পথ নাটিকা, দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। লৌহমানব সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমটি শহরের বেসরকারি ব্লু ফ্লাওয়ার ইংলিশ স্কুলে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন এডিসি সপ্ততী এন্দো সহ সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু, অবসরপ্রাপ্ত সেনাকর্মী কর্নেল জে এস যাদব, স্বাধীনতা সংগ্রামী উত্তরসূরী সংস্থার সভাপতি সজল ভট্টাচার্য, ব্লু ফ্লাওয়ার্স স্কুলের অধ্যক্ষ তুহিন পাল প্রমুখ। এদিন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও স্বাধীনতা সংগ্রামীদের পরিবারবর্গের পরিবারের কয়েকজনকে সম্মান জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক সপ্ততি এন্দো।এদিন পথনাটিকায় সামিল হয়ে ‘স্টেপ আপ ডান্স একাডেমি’র ছাত্রছাত্রীরা একতার বার্তা ছড়িয়ে দেয়। দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতাও বেশ জমজমাট হয়। জেলা প্রশাসনের পক্ষে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন শংকর চৌধুরী।
মঙ্গলবার সকালে হাইলাকান্দি শহরে প্রশাসনের উদ্যোগে জাতীয় একতা দৌড় অনুষ্ঠিত হবে বলে জেলা জনসংযোগ দফতর সূত্রে জানা গিয়েছে।