India & World Updates

হিমবাহ বিস্ফোরণ ! ধৌলি নদী প্লাবিত, ঝুঁকি বাড়ছে হরিদ্বারের

৭ ফেব্রুয়ারি : রবিবার সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনীতে হিমবাহ বিস্ফোরণ ঘটে। হিমবাহ ফেটে ধৌলি নদী প্লাবিত হয়েছে। এতে চামোলি থেকে হরিদ্বারের ঝুঁকি বেড়েছে। তথ্য পেয়ে প্রশাসনের দল ঘটনাস্থলে রওনা হয়েছে। একই সঙ্গে চামোলি জেলা নদীর তীরে বাসিন্দাদের পুলিশ সতর্ক করে দিয়েছে। কর্ণপ্রয়াগে, অলকানন্দ নদীর তীরে বসতি স্থাপন করা লোকদের সরিয়ে নিতে শুরু করে। ঋষি গঙ্গা এবং তপোবন জলবিদ্যুৎ প্রকল্পগুলি পুরোপুরি ধসে পড়েছে।

মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, আপনি যদি ক্ষতিগ্রস্থ জায়গায় আটকে থাকেন, যদি আপনার কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে দুর্যোগ অপারেশন সেন্টার নম্বর 1070 বা 9557444486 নম্বরে যোগাযোগ করুন। ঘটনাটি সম্পর্কে পুরানো ভিডিওগুলি থেকে গুজব ছড়িয়ে দেবেন না। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তেহরি শিবচরণ দ্বিবেদী জানান, ধৌলি নদীতে বন্যার খবর পেয়ে জেলায় একটি সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে হরিদ্বার জেলা প্রশাসনও একটি সতর্কতা জারি করেছে। সমস্ত থানা ও নদী তীরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঋষিকেশেও সতর্কতা জারি করা হয়েছে। অবিলম্বে নদী থেকে নৌকা চালনা ও রাফটিং অপারেটরদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চামোলির পুলিশ সুপার যশবন্ত সিং চৌহান জানিয়েছেন, অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। তবে পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। দলটি ঘটনাস্থলে যাবে, তবেই ক্ষতির পরিস্থিতি স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker