NE UpdatesHappeningsBreaking News

ঘুষ নিয়ে একদিনে গ্রেফতার ৩

ওয়েটুবরাক, ৬ এপ্রিল : আসামে একই দিনে ঘুষ নিয়ে ধরা পড়েছেন তিনজন৷ করণিক, পঞ্চায়েত সচিবের সঙ্গে রয়েছেন একজন পুলিশ অফিসারও৷

Rananuj

নগাঁও জেলার লখরাঘাট পঞ্চায়েতের সচিব মুকুটচন্দ্র কুমারকে বৃহস্পতিবার উৎকোচ গ্রহণের জন্য দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে৷ গৃহনির্মাণে ঋণের জন্য নথি তৈরি করে দিতে গিয়ে তিনি উৎকোচ দাবি করেছিলেন৷ খবর পেয়ে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা৷ কেমিক্যাল মিশ্রিত টাকা পাঠানো হয় তাঁর কাছে৷ মুকুটচন্দ্র ওই টাকা হাতে নিতেই ধরা পড়ে যান।

একই দিনে ঘুষ নিয়ে ধরা পড়েছেন বিশ্বনাথঘাটের এফএ আহমেদ হাই স্কুলের করণিক মহম্মদ আনোয়ার হোসেন৷ তিনি এক অবসরপ্রাপ্ত শিক্ষকের পেনশনের কাগজ তৈরির জন্য উৎকোচ নিচ্ছিলেন৷

বৃহস্পতিবার ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন নগাঁও থানার সাব ইন্সপেক্টর সুরজ উল হকও৷ পুরনো মামলা থেকে রেহাইর জন্য ১৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। আগামী মাসেই তাঁর অবসরে যাওয়ার কথা৷ এর ঠিক আগে গ্রেফতারের ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker