Barak UpdatesHappeningsBreaking News
ডাঃ অরিনা রাহার মা সহ বাড়ির ৫ জন পজিটিভ5 more +ve in Silchar including mother of Dr Arina Raha
৩ জুলাই ঃ ডাঃ অরিনা রাহা বুধবার কোভিড আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর গাড়িচালকের দেহেও সংক্রমণ পাওয়া যায়। এ বার রিপোর্ট এসেছে ডাক্তারের বাড়ির অ্যাপার্টমেন্টের আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এই ৫ জনের মধ্যে শুধুমাত্র একজনের দেহেই করোনার উপসর্গ ছিল। বাকি কারোর দেহেই কোনও লক্ষণ ছিল না। স্বাস্থ্য দফতরের এক সূত্রে এ খবর জানা গেছে। শিলচর কলেজটিলার প্রতিশ্রুতি অ্যাপার্টমেন্টকে আগেই কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সুত্রটি জানিয়েছে, ডাঃ রাহা-র মা ৭৪ বছর বয়সী মীরা রাহা-র দেহেও সংক্রমণ পাওয়া গেছে। অন্যদের মধ্যে রয়েছেন সুধীর রাধাকৃষ্ণণ (৪৬), গীতা কুমারী (২৬), গ্রেস সুধীর ( ১৪), পার্ল সুধীর (১০)। ডা. রাহা মেডিক্যাল কলেজে ফরেনসিক ল্যাবে কর্মরত থাকলেও তিনি আসলে নাক-কান-গলা বিশেষজ্ঞ। বিভিন্ন জায়গায় তাঁর চেম্বার রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, তাঁর চেম্বারগুলোতে এই কিছুদিনের মধ্যে যে সব রোগী দেখেছিলেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের লালারসও সংগ্রহ করা হবে।