Barak UpdatesHappeningsBreaking News

ধোয়ারবন্দে উদ্ধার কিং কোবরা

৭ ডিসেম্বর: ‘কিং কোবরা’ উদ্ধার হল ধোয়ারবন্দের এক বাড়ি থেকে৷ শনিবার সাপটি ঘরের ভেতরে ঢুকে পড়েছিল৷ হঠাৎ নজরে পড়তেই সবাই দৌড়ে বেরিয়ে আসেন৷ একদিকে সাপকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে শুরু হয় পুজো-পাঠ৷ অন্যদিকে খবর দেওয়া হয়  বনবিভাগকে৷ ধোয়ারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি ফোনে কথা বলেন ডিএফও সান্নিদেও চৌধুরীর সঙ্গে৷ পরে বনকর্মীরা সর্পবিশেষজ্ঞদের নিয়ে ধোয়ারবন্দে গিয়ে ৯ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করেন৷

পরে একে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷ ডিএফও জানান, সাপটিকে ধরেছেন আসলে আসাম বিশ্ববিদ্যালয়ের সর্পগবেষক বিশ্বজিৎ সিংহ ও ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের সুমিত নাথ৷ সঙ্গে ছিলেন বিভাগীয় কর্মীরা৷ বিষধর জেনেই তিনি দুই গবেষকের সঙ্গে কথা বলেন৷ বিশ্বজিৎবাবুর কথায়, এটি কিং কোবরা৷ বাংলায় বলে শঙ্খচূড়৷ বৈজ্ঞানিক নাম ওফিওফেগাস হন্না৷ অন্য সাপই এদের প্রধান খাদ্য৷ কখনও নিজস্ব প্রজাতির সাপকেও খেয়ে নেয়৷ আর একবারে এরা এতটা বিষ ছাড়তে পারে যে, একটা পূর্ণ বয়স্ক হাতিও সঙ্গে সঙ্গে মারা যাবে৷ ধোয়ারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বনবিভাগকে খবর দেওয়ার জন্য গ্রামবাসীকে সাধুবাদ জানান৷ বলেন, এই সচেতনতাটা জরুরি ছিল৷ তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএফও-কেও ধন্যবাদ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker