SportsBreaking News

রিলে রেসে ‘একা’ লড়ে সোনা তুললেন হিমা
4x400m Women’s relay team led by Hima Das wins gold in Jakarta

Watch the video how Hima's village in Assam were celebrating her victory

৩০ আগস্টঃ দুটো রুপো জিতলেও মন ভরছিল না। শেষপর্যন্ত অফুরন্ত উচ্ছ্বাস এনে দিলেন অসমবাসী তো বটেই, সমগ্র ভারতবাসীর মনে। সোনা জিতলেন হিমা দাস। শুধু জিতলেনই না, আক্ষরিক অর্থেই মহিলাদের ৪০০ মিটার রিলে রেসে একা ভারতকে সোনা এনে দিলেন এই অসমকন্যা। শুরুতেই এক দৌড়ে এতটা এগিয়ে দেন যে গোটা ভারতীয় দলকে পরে আর ভাবতে হয়নি। প্রথমেই এত ব্যবধান বেড়ে যাবে, বিষয়টা বুঝতেই পারেননি বাহরিনের খেলোয়াড়রা। তাঁদের ধন্দের মধ্যেই ভিকট্রি স্ট্যান্ডের শীর্ষে গিয়ে দাঁড়ান দলনেত্রী হিমা। সঙ্গে মেচেত্তিরা পুভাম্মা, সরিতাবেন লক্ষ্মণভাই গায়কোয়াড় ও বেলুভা কোরথ বিসমায়া। পরপর পাঁচবার ভারত এশিয়ান গেমসে ৪০০ মিটার রিলে রেসে প্রথম স্থান অধিকার করল।

হিমার সোনাজয় নিশ্চিত হতেই অসমের সর্বত্র বাজি-পটকা ফাটানো শুরু হয়ে যায়। বিশেষ করে, তাঁর  নিজের এলাকা কন্দুলিমারিতে দলে দলে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে আনন্দে মেতেছেন। বিহু গীত, নৃত্যে মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর এলাকার আকাশ-বাতাস।

জাকার্তা এশিয়ান গেমসে দ্বাদশ দিনে ভারত ১৩টি স্বর্ণপদক লাভ করে। বৃহস্পতিবার হিমাদের আগে দেড় হাজার মিটার দৌড়ে সোনা জেতেন জিনসন জনসন। ২১টি রুপো, ২৫টি ব্রোঞ্জ সহ মোট  ৫৯টি পদক নিয়ে ভারত এখন তালিকার অষ্টম স্থানে। এর বড় কৃতিত্ব অবশ্য অ্যাথলেটদের। অর্ধেক সোনা তাঁরাই জেতেন। মোট পদকপ্রাপ্তিতে ২০১৮-র এশিয়ান গেমস ভারতের কাছে রেকর্ডবিশেষ। এর আগে এত পদক ভারত আগে কখনও পায়নি। সর্বাধিক পদক ছিল ৫৭টি। সোনা ১২টি। দুই হিসেবকেই ছাপিয়ে গিয়েছে জাকার্তা এশিয়াড।

শুক্রবার মহিলাদের হকিতেও সোনাজয়ের আশা করছেন ভারতবাসী। জাপানের বিরুদ্ধে ফাইনাল খেলা। বৃহস্পতিবার কঠিন লড়াইয়ে ভারতীয় খেলোয়াড়রা চীনকে হারিয়ে দেয়। ১-০ গোলে। এ দিন ব্রোঞ্জ হাতে পদক জেতা শুরু করে ভারত। সীমা পুনিয়া ডিসকাস থ্রোতে তৃতীয় স্থান  লাভ করে।মহিলাদের ১৫০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ আসে। পি ইউ চিত্রা শুরুটা ভালো করলেও ধরে রাখতে পারেননি।

30 August: Hima Das –led Indian women’s 4×400 relay team won gold on the 12th evening at the ongoing Asian games 2018 in Jakarta. The Indian team had a tough fight with Bahrain. However, Hima’s dazzling sprint in the final stretch of her part along with the efforts of her team mates helped India to win the gold. Her partners in the relay race were Machettira Poovamma, Saritaben Laxmanbhai Gayakwad and Velluva Koroth Vismaya. It was indeed jubilation at Hima’s village Kandulimari in Assam after she won gold in women’s relay race on 30 August 2018 in the Asian Games at Jakarta. Watch the video….

After winning silver in women’s 400m and a second place finish in 4x400m mixed relay event, the gold medal is Hima’s third medal in Jakarta Asian Games, 2018. She could have won another medal, had she not been disqualified from 200m semifinals. With this medal India now have a total of 12 gold medals in the game.

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker