NE UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের ৭ ও কাছাড়ের ১ সহ আরও ৪৮ আক্রান্ত48 new cases in Assam including 8 from Barak Valley, total rises to 1561
Active cases 1217 in Assam
২ জুন ঃ মঙ্গলবার দুপুরে শুধুমাত্র ২৮ জন নতুন আক্রান্তের খবর সামনে এসেছিল। আক্রান্তের সংখ্যা কম থাকায় কিছুটা স্বস্তিও ছিল। কিন্তু রাত বারোটার আগেই ফের টুইট করে নতুন ৪৮ জন আক্রান্ত হওয়ার খবর জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নতুন এই আক্রান্তদের নিয়ে রাজ্যে মোট সংখ্যা দাঁড়াল ১৫৬১। মন্ত্রীর টুইট অনুযায়ী এর মধ্যে ১৩ জন বিশ্বনাথ চারিয়ালির, ৯ জন পশ্চিম কার্বি আংলং-এর, ৭ জন করিমগঞ্জের, ৫ জন শিবসাগরের, ৪ জন হোজাইয়ের ও ১ জন কাছাড়ের। অন্য ৯ জন কোন জেলার বাসিন্দা তা জানা যায়নি বলে হিমন্ত উল্লেখ করেন।
এ দিকে, রাজ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৩৭ জন। ফলে বর্তমানে সক্রিয় রয়েছে মোট ১২১৭ জনের দেহে। এ দিন রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে মোট ৫৩ জন ছাড়া পেয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
📌Alert ~ 48 new cases of #COVID19+
13 Biswanath, 9 West KA, 7 Karimganj, 5 Sivasagar, 4 Hojai, 1 Cachar
9 to ascertain
↗️Total cases 1561
↗️Recovered 337
↗️Active cases 1217
↗️Deaths 04Update 11:55 PM/June 2/Day's total 76#AssamCovidCount pic.twitter.com/DUzyWUwHYQ
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 2, 2020