Barak UpdatesHappeningsBreaking News
শিলচর তারাপুরে দুটি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়নের
ওয়ে টু বরাক, ১৬ আগস্ট : মুখ্যমন্ত্রীর শহর পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের অন্তর্গত শিলচর তারাপুরের দুটি গলির রাস্তা ও ড্রেনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার সকাল ও বিকেলে তারাপুরের উকিল বাজার ও নরসিং রোডের ড্রেন ও রাস্তার কাজটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের বরাদ্দ মোট ৪৮ কোটি টাকার মধ্যে এই দুটি কাজে যথাক্রমে ৪৭ লক্ষ ৫৬ হাজার এবং ৬৫ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয় করা হবে। এর বরাত পেয়েছেন ঠিকাদার শঙ্কর রায়।
এ দিন বিকেলে সংক্ষিপ্ত মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কাজ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিধায়ক চক্রবর্তী। উল্লেখ্য, এ দুটি গলির কাজ ছাড়াও তারাপুরের কালীমোহন রোড, গিরিশ রোড, যোগেশ রোড, গুণময়ী রোড এবং বর্মন লেনে বরাদ্দকৃত রাস্তা এবং ড্রেনের কাজ সম্পন্ন করা হবে বলে জানান বিধায়ক। তিনি আরও জানান, এই প্যাকেজ থেকে তারাপুরের মোট আটটি গলির উন্নয়ন খাতে মোট ৪ কোটি ৬৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয় করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেন দুটির ডেভেলপমেন্ট কমিটির সদস্য সহ বিজেপির মধ্য মন্ডল কমিটির সভাপতি হীরক চৌধুরী, ভোলা পুরকায়স্থ, দেবব্রত চক্রবর্তী এবং প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা সহ স্থানীয় নাগরিকরা। শহরের প্রধান সড়ক ও অলিগলির রাস্তাঘাট এবং ড্রেনের উন্নয়নকে সামনে রেখে মুখ্যমন্ত্রী সর্বাধিক ৪৮ কোটি টাকা মঞ্জুর করায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৩- ২৪ অর্থ বছরের শিলচর বিধানসভা কেন্দ্রের পুর এলাকার জন্য বিধায়কের প্রস্তাব অনুযায়ী মুখ্যমন্ত্রী এই কাজের জন্য আর্থিক মঞ্জুরি দিয়েছেন। এর জন্য মোট সাতটি প্যাকেজে টেন্ডার ডাকা হয়েছে।