Barak UpdatesBreaking News
মালিনীবিলে শুরু আর্ট অব লিভিংয়ের চারদিনের মেডিটেশন প্রোগ্রাম4-day Meditation Programme by Art of living begins at Malinibhil
২৮মার্চঃ ভারত সেবাশ্রম সংঘের মালিনীবিল আশ্রম প্রাঙ্গণে শুরু হল আর্ট অব লিভিংয়ের ‘অ্যাডভ্যান্স মেডিটেশন প্রোগ্রাম’। সূচনা হয় বৃহস্পতিবার সন্ধেয়। আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী রবিশঙ্করের প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে চার দিনের প্রোগ্রামের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃণ্ময়ানন্দ মহারাজ ও কোর্সের রিসোর্সপার্সন আতিকা ডান্ডিয়া।
ছিলেন মালিনীবিল প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ পার্থপ্রদীপ অধিকারীও। কর্মশালায় বরাকের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষার্থীরা অংশ নিয়েছেন। স্থানীয় শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা সামিল ছিলেন। উদ্বোধনী পর্বের সঞ্চালনায় ছিলেন মহর্ষি বিদ্যমন্দিরের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা শতাক্ষী ভট্টাচার্য। আতিকা ডান্ডিয়া গুরু পূজার মধ্য দিয়ে মূল পর্ব শুরু করেন।
প্রসঙ্গত, গোটা কোর্স আয়োজনে আর্ট অব লিভিং শিলচর শাখাকে সক্রিয় ভাবে সাহায্য করেছে ভারত সেবাশ্রম সংঘ, মালিনীবিল। প্রশিক্ষণার্থীদের আবাসিক সুবন্দোবস্ত করে দিয়েছে তাঁরা। এছাড়াও একসঙ্গে যাতে বেশি প্রশিক্ষণার্থী কোর্স করতে পারে, তার জন্যও দেওয়া হয়েছে বড় পরিসরের অনুষ্ঠানস্থল।