Barak UpdatesHappeningsBreaking News
আরবের জাল মুদ্রা দিয়ে লোক ঠকাতে গিয়ে শিলচরে ধৃত ৪ বাংলাদেশি4 Bangladeshi arrested at Silchar for doing fraud with fake currency of Saudi Arab
৮ সেপ্টেম্বরঃ সৌদি আরবের জাল মুদ্রা দিয়ে লোক ঠকানোর ব্যবসা ফেঁদেছিল শিলচরে। শেষপর্যন্ত ৪ প্রতারকের ঠাঁই হল শ্রীঘরে। এরা সবাই বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট করেই এখানে আসে এরা। লক্ষ্য, সৌদি আরবের মুদ্রা (অর্থাত রিয়াল) কার প্রয়োজন খুঁজে বের করা। দুই দেশের মুদ্রা বিনিময় দরের চেয়ে অনেকটাই বেশি রিয়াল দেয় এরা। সাধারণ মানুষ ভাবেন, একে তো বাড়তি মিলল, দ্বিতীয়ত শিলচর থেকেই পকেটে রিয়াল নিয়ে যাত্রা শুরু করা গেল! সেখানেই ফেঁসে যান তাঁরা।
জাল রিয়াল দিয়ে দেয় প্রতারকরা। ওই মুদ্রা নিয়ে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়তে হয়। এমন প্রতারণার ঘটনায় প্রথম মামলা হয় বাঁশকান্দি থানায়। সে থেকে ওসি আতিকুর রহমান জাল বিছিয়ে রেখেছিলেন। এ বার শিলচরে এসে প্রতারণার ফাঁদ পাতলে নিজেরাই ফাঁদে পড়ে যায়। ধৃতরা হল রিপন খান. কবীর সর্দার, মোহাম্মদ আসাদুজ্জামান ও জামাল মুনসি। তাদের কাছ থেকে ১০টি জাল রিয়াল, ৩টি ১০০ মুদ্রার সঠিক রিয়াল, ৬টি মোবাইল সেট এবং ৫টি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। শিলচর সদর থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন।