Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
Researcher from Cachar Cancer Hospital to represent India at UNESCO
ইউনেস্কোর কর্মশালায় ভারতের প্রতিনিধিত্ব করবেন কাছাড় ক্যানসার হাসপাতালের বিজ্ঞানী

ওয়েটুবরাক, ২ জুন: হিউম্যান জেনোম নিয়ে কাজ করার জন্যে এক কর্মশালায় ডাক পেলেন শিলচরে গবেষণারত ডা. লিতিকা ভার্মানি। কাছাড় ক্যানসার হাসপাতালের ‘ড. এস কৃষ্ণমূর্তি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যানসার’-এর এই বিজ্ঞানী অনলাইন এ ট্রেনিং নেবেন। ছয় মাসের কোর্সে সারা বিশ্ব থেকে ইউনেস্কো ১৬ জনকে বেছে নিয়েছে। ডা. ভার্মানি তাঁদের মধ্যে একমাত্র ভারতীয়।
ক্যানসার হাসপাতালের মুখ্য প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন, এটি শুধু কাছাড় ক্যানসার হাসপাতালের নয়, এই অঞ্চলের জন্য বেশ মর্যাদার ব্যাপার। কাশ্মীরের বাসিন্দা ডা. ভার্মানি ২০১৬ সালে এই হাসপাতালের রিসার্চ সেন্টারে বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। হাসপাতালের ক্যানসার জেনেটিকস ক্লিনিকটি তিনিই দেখভাল করেন। ইজিএফআর, বিসিআর-এবিএল টেস্টের মত মলিকিউলার ডায়গনোস্টিক টেস্টগুলি তিনিই করেন।
ডা. ভার্মানি জানান, এখানে এইসব কাজ করার ফলে আমার সুবিধেই হয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে আমি উত্তর-পূর্বের বৈশিষ্ঠ্যগুলিগুলি তুলে ধরতে পারব এবং এসবের ওপর পারস্পরিক মতবিনিময় হলে উপকৃত হবো। তা এই অঞ্চলের গবেষণায়ও বিরাট প্রভাব ফেলবে বলে আশা করছেন তিনি।