Barak UpdatesBreaking News

গভীর রাতে হাইলাকান্দির ফার্মাসি থেকে নেশার ওষুধ বাজেয়াপ্ত
386 bottles of Corex cough syrup seized from a pharmacy in Hailakandi

২৩ জুন : শনিবার গভীর রাতে হাইলাকান্দিতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু অবৈধ কফসিরাপ বাজেয়াপ্ত করেছে। হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের কাছে থাকা একটি ফার্মাসি থেকে নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত এই কফসিরাপের বোতলগুলো পুলিশ উদ্ধার করে। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ বেশি রাতে এই ফার্মাসিতে অভিযান চালিয়েছিল। আর এতেই সাফল্য আসে। দোকানের অন্য ওষুধের সঙ্গে কোরেক্স কফসিরাপের বোতলগুলো একটি কার্টনে রাখা ছিল। দোকানে তল্লাশি চালাতেই এই বোতলগুলো পুলিশের নজরে আসে।

তদন্তে আসা পুলিশ আধিকারিক জানান, মোট ৩৮৬ বোতল কোরেক্স কফসিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া বোতলগুলোর বাজারদর আনুমানিক ৩৫ হাজার টাকা। একইসঙ্গে পুলিশ এই ফার্মাসির মালিক সৈয়দ আহমেদ বড়ভূইয়াকেও গ্রেফতার করে। বেশ কিছুদিন থেকেই এই ওষুধের দোকানে অবৈধ কফসিরাপের ব্যবসা চলছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, একে তো অবৈধ ওষুধ, তার উপর নির্ধারিত মূল্য থেকেও অনেক বেশি দামে এগুলো বিক্রি করা হয়। যুব প্রজন্ম এই নেশাজাতীয় ওষুধ সেবন করে বিপথগামী হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker