Barak UpdatesBreaking News
সম্মিলিত অখণ্ড সংগঠনের স্বেচ্ছা রক্তদান শিবির35 donors donates blood in a camp organised by Akhanda Sanghatan
৫ জানুয়ারিঃ অখণ্ড সংঘ-প্রধান শ্রী দাদামণির শিলচর পদার্পণ উপলক্ষে অন্য বারের মতো এবারও এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের শিলচর শাখা। বরাবরের মতো বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সংগঠনের লোচন বৈরাগী রোডের মন্দির প্রাঙ্গনে।
গত দশদিন ধরে হাফলঙে অনুষ্ঠিত সর্বভারতীয় সম্মেলনের কাজে ব্যস্ত ভক্ত- কর্মীদের অনেকেই সর্দি কাশি জ্বরে আক্রান্ত ও ক্লান্ত থাকায় ইচ্ছা থাকলেও মেডিকেল কারণে রক্তদান করতে পারেন নি। ১০ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন। এদের মধ্যে দুই জোড়া মা-মেয়ে এবং এক জোড়া পিতা-পুত্র ছিলেন। সংঘ-প্রধান শ্রী দাদামণি সব্বাইকে আশীর্বাদ করেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর হাফলঙেও এ রকম এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। হাফলং সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সেখানে রক্ত সংগ্রহ করে। রক্ত দিয়েছিলেন ৪৬ জন। আজকের শিবির থেকে রক্ত সংগ্রহ করেন শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।
ব্লাড ডোনার্স ফোরামের নেতৃবৃন্দ সকল রক্তদাতা সহ আয়োজক সংস্থাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই শিবিরের সাফল্য দেখে অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনও মানব সেবার এই মহান কাজে এগিয়ে আসবেন।