Barak UpdatesIndia & World Updates
বাড়ি গেলেন অসমের ৩০ বাংলাদেশি বন্দি30 detainees in Assam goes back to Bangladesh
২৫ জুলাইঃ অসমের বিভিন্ন জেলে বন্দি ৩০জন বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার স্বদেশে ফেরত পাঠানো হয়। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ধরা পড়েন। ভারতে শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এবং বাংলাদেশে ঠিকানা খুঁজে পাওয়ায় তাদের প্রত্যর্পণ করা হয়। এর মধ্যে রয়েছেন শিলচর সেন্ট্রাল জেলে চারবছর ধরে আটকে থাকা আব্দুল কুদ্দুস ও নুরুল আমিন।বাকি ২৮জনকে বিভিন্ন ডিটেনশন ক্যাম্প থেকে করিমগঞ্জে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৩জন মহিলাও রয়েছেন। একসঙ্গে সবাইকে বৃহস্পতিবার সকালে বিএসএফ আন্তর্জাতিক জলসীমান্ত পেরিয়ে পৌঁছে দেয় কুশিয়ারা নদীর ও পারে। বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ কাস্টম ঘাটে। সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীমান্ত) দেবজিত নাথ।
গত চার বছর ধরে দুই দেশে বন্দি প্রত্যর্পণ শুরু হয়েছে। এ পর্যন্ত অসম থেকে মোট ১২৪জন বন্দিকে এই প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হয়েছে। আগে রাতের অন্ধকারে সীমান্তে নিয়ে ওপারে ঠেলে দেওয়া হতো।
কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাড়া তারা ভারতে ঢুকলেন কীভাবে? অনেকেই জানালেন, দালালকে টাকা দিলে তারাই সীমান্ত পার করে দেন। ঠিক ঢোকার সময়ে তারা না দেখেছেন বিজিবি-কে, না বিএসএফ-কে। অন্যরা জবাব না দিলেও হাবেভাবে এমনই বোঝালেন, এ আর এমন কঠিন কী! মুশকিলটা তো হল, পরে ধরা পড়ে যাওয়ায়। এতদিন জেল খেটে সবাই এখন একমত, আর কখনও পাসপোর্ট ছাড়া ভারতে আসবেন না।