Barak UpdatesHappeningsBreaking News

‘সি-প্রোগ্রামিং এবং কম্পিউটার নেটওয়ার্কিং’-এর উপর বিনা মাশুলে কর্মশালা

ওয়েটুবরাক, ৭ আগস্ট :  আগস্ট মাসের সকল রবিবার শিলচর বিলপারের নিউ অক্সফোর্ড এইচএস স্কুলে ‘সি-প্রোগ্রামিং এবং কম্পিউটার নেটওয়ার্কিং’-এর উপর বিনা মাশুলে এক কর্মশালার আয়োজন করা হয়েছে৷ ৬ আগস্ট প্রথম রবিবারে আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু হয়৷   এটি ‘ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসির)’-এর সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
শুধুমাত্র নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই আয়োজন বলে জানিয়েছেন উভয় আয়োজক সংগঠনের কর্মকর্তা সঞ্জীব রায়৷ তিনি বলেন, আগামী ১৩, ২০ এবং ২৭ তারিখেও এই বিনা মাশুলের কর্মশালা চলবে৷ মুখ্য প্রশিক্ষক সঞ্জীব সেন৷

Rananuj

৬ তারিখের উদ্বোধনী পর্বে সঞ্জীব রায়, সঞ্জীব সেন ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্তা চৌধুরী, চন্দ্রাবতী রায়, বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker