Barak UpdatesBreaking News
নতুন কমিটি গঠিত, শেষ হল উচ্চ মাধ্যমিক শিক্ষকদের রাজ্য সম্মেলন3-day long state conference of All Assam HS Teachers’ & Employees conference ends, new committee formed
১৫ সেপ্টেম্বরঃ তিনদিন ব্যাপী নানা কর্মসূচিতে সম্পন্ন হল সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার রাজ্য সম্মেলন। শুক্রবার শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলনের উদ্বোধন হয় । পরে ছিল প্রতিনিধি সম্মেলন। শনিবার বঙ্গভবনে হয় প্রকাশ্য অধিবেশন ও সাংস্কৃতিক কর্মসূচি। রবিবার শেষদিনে ভোটাভুটির মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে।
উচ্চতর মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের কমিটিতে কে সভাপতি হচ্ছেন, কোথাকার শিক্ষক সম্পাদক হচ্ছেন, সে সব নিয়ে শিলচরবাসীর মোটেও মাথাব্যথা ছিল না। তবে শহরের বহু মানুষ এই অধিবেশন সম্পর্কে খোঁজখবর রেখেছেন। খবর নিয়েছেন মূলত বাইরে থেকে আসা প্রতিনিধিদের যেন কোনও সমস্যা না হয়। প্রকাশ্য অধিবেশনেও প্রচুর সাধারণ মানুষ বঙ্গভবন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন। মন্ত্রী-সাংসদ সহ বিশিষ্টজনদের বক্তৃতা শুনেছেন।
কিছু আসনে ভোটাভুটি হলেও শান্তিপূর্ণভাবেই কমিটি পুনর্গঠন সম্পন্ন হয় । সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্মনোনীত হন ক্রমে হিমাদ্রিজ্যোতি দত্ত ও সৈয়দ আনিসুর রহমান।তিন উপসভাপতির মধ্যে বুদ্ধদেব চৌধুরী ও অনিল পাল কাছাড় জেলার শিক্ষক। আরেক উপসভাপতি হলেন ধ্রুবজ্যোতি মেধি। জাকির হোসেন ও প্রণব বরুয়া যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন।
তিনদিনের প্রতিটি পর্ব সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রকাশ্য অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ ছাপ রাখে। প্রকাশ্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি শিক্ষাবিভাগে ব্যাপক অনিয়মের কথা খোলামেলা স্বীকার করে নেন। এই বিভাগে দুর্নীতি চলার খবরও তাঁর কাছে রয়েছে। বলেন, টাকা ছাড়া এখানে কোনও ফাইল নড়ে না। তবে চেষ্টা চলছে, কীভাবে শিক্ষাবিভাগের ভাবমূর্তি ফেরানো যায়। সাংসদ রাজদীপ রায় বলেন, শিক্ষকরা মেধাবী ছাত্র তৈরি করবেন,ঠিক আছে। কিন্তু তাদের যেন নম্বর আর প্রতিযোগিতা সর্বস্ব করা না হয়। ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।