Barak UpdatesBreaking News
বরাকে মহিলা সমারোহ, করিমগঞ্জের পরে কাল শিলচরে মুখ্যমন্ত্রী
বরাক উপত্যকায় দুটি মহিলা সমারোহের আয়োজন করেছে রাজ্য সরকার। আজ হয়েছে করিমগঞ্জে। কাল সকাল ১০টায় শিলচরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে। আয়োজক মূলত আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন।আজকের মতো মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্য-অর্থ মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রমুখ কালকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
করিমগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সোনোয়াল এনআরসি নিয়ে উদ্বিগ্ন না হতে নাগরিকদের পরামর্শ দেন। আজও উ্ল্লেখ করেন, প্রকৃত ভারতীয় নাগরিকদের একজনকেও এনআরসি-র বাইরে থাকতে হবে না। পূ্র্তমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আজকের অনুষ্ঠানে ৫০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। বরাকের রাস্তাঘাট ও নতুন মেডিক্যাল কলেজের জন্য এই অর্থ প্রদানের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী, অথমন্ত্রী ছাড়াও কালকের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য,,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলে এবং হাউসফেড নিগম চেয়ারম্যান রঞ্জিত কুমার দাসেরও উপস্থিত থাকার কথা রয়েছে।