Barak UpdatesHappeningsBreaking News

গোলদীঘি মলে ধৃত ৩ এটিএম প্রতারক
3 ATM burglars caught at Silchar Goldighi Mall

১৭ এপ্রিলঃ শিলচর গোলদীঘি মলে তিন এটিএম কার্ড প্রতারককে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়ীরাই একে একে তিনজনকে ধরে পুলিশে দিয়েছেন। ধৃতদের দুজন নিজেদের নতুন দয়াপুরের বদরুল আলি লস্কর ও আরকাটিপুরের শাহিদ আহমদ বড়ভুইয়া বলে পরিচয় দিয়েছে। তৃতীয়জন শামিম বললেও একেক সময় একেক ঠিকানা দিচ্ছে।

ঘটনা বুধবার দুপুরের। ঝালুপাড়ার দেবেন্দ্র শর্মা নামে এক প্রৌঢ় এটিএমে টাকা তুলতে ঢুকেছিলেন। তখনই অটোতে চেপে চার যুবক এটিএম বুথে ঢোকে। নিজেদের ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে দেবেন্দ্রবাবুকে বলে, এটিএম শিট বানাতে হবে তাদের। তিনি যেন দ্রুত করেন। দেবেন্দ্রবাবু প্রথমে এক হাজার টাকা তোলেন। পরে আবার ঢোকালে মেশিনে গণ্ডগোল করছিল। যুবকদের একজন কার্ডে জোরে চাপ দিতে বলে। আরেকজন তাঁর হাত থেকে কার্ডটি নিয়ে নিজেই মেশিনে ঢোকায়। কিন্তু মেশিন কাজ করছিল না।

আবার বের করে, ঢোকায়। কিন্তু লাভ হয়নি। তখন কার্ডটি তারা তাঁকে ফিরিয়ে দেয়। কিন্তু সেটি আসলে দেবেন্দ্রবাবুর কার্ড ছিল না। তাঁর কার্ডটি নিজেদের হাতে রেখে অন্য একটি এটিএম কার্ড তাঁর হাতে তুলে দেয়। একটু পরেই তাঁর মোবাইলে টাকা কাটার ম্যাসেজ আসতে থাকে। তিনি আইজলে কর্মরত তাঁর ছেলের কাছে ফোন করেন। ছেলের পরামর্শে দ্রুত স্টেটমেন্ট বের করেন।

 

দেখা যায়, গোলদীঘি মলের স্মার্ট সিটি মোবাইল ও সেলওয়ান নামে দুই দোকান থেকে ৪টি মোবাইল কিনে ৭৯ হাজার টাকা তাঁর কার্ডে পেমেন্ট করা হয়েছে। সময় নষ্ট না করে তিনি ছুটে যান মলে। দুই দোকানদার তাঁকে বসিয়ে রেখে মলে ঘুরে ঘুরে প্রতারকদের একজনকে খুঁজে পান। তাকে এক জায়গায় আটকে রেখে ব্যবসায়ীরা অন্য তিন যুবকের সন্ধান চালায়। আচমকা আরেকটিকে নজরে পড়ে যায়। তাদের মাধ্যমে ফোন করিয়ে তৃতীয়জনকে ডেকে আনা হয়। কিন্তু চতুর্থজনকে আর খুঁজে পাওয়া যায়নি। ব্যবসায়ীরা পরে পুলিশে খবর দিয়ে তিন প্রতারককে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। তাদের প্রকৃত নাম-ঠিকানা জানার চেষ্টা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker