Barak UpdatesHappeningsBreaking News

অন্নপূর্ণাঘাটে জল বাড়ছে পাঁচ সেমি করে, বিপদসীমা ছুঁইছুঁই

ওয়েটুবরাক, ১৪ মে : বরাক নদীতে জল ক্রমে বাড়ছে৷ অন্নপূর্ণাঘাটে বেলা ২টায় জলস্তর উঠেছে ১৯.৮০ মিটারে৷ পরপর তিনঘণ্টা জল বাড়ল ৫ সেমি করে৷ জলবৃদ্ধির প্রবণতা বেলা এগারোটা পর্যন্ত অবশ্য আরও তীব্র ছিল৷ কখনও ৬, কখনও ৭ সেমি করে বাড়ছিল৷ আগামী একঘণ্টায় বিপদসীমা অতিক্রম করবে৷ এখানে বরাকের বিপদসীমা ১৯.৮৩ মিটার৷ তবে জলসম্পদ বিভাগ সূত্রে জানা গিয়েছে, বিপদসীমা অতিক্রম করলেই বরাকের জল হুহু করে অন্নপূর্ণাঘাট পেরিয়ে শহরে ঢুকে যাবে, এমনটা নয়৷ এর পরও দুই-চার মিটার জলধারণ ক্ষমতা রয়েছে এখানে৷ তবে উজান বরাকে বৃষ্টির মাত্রা না কমলে ওই স্বস্তির জায়গাটুকু বেশিক্ষণ ধরে রাখা যাবে না বলেই বিভাগীয় সূত্রটি সতর্ক করে দেন৷ এরই মধ্যে শহরের বহু জায়গা জমা জলে থইথই অবস্থা৷ পুরনাগরিকরা দুর্ভোগে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker