India & World UpdatesHappeningsBreaking News

হাসিনা পারলেন না, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের

ওয়েটুবরাক, ৫ আগস্ট : প্রধানমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তী সরকার গড়া হবে বলে ঘোষণা করলেন। তিনি সেনাবাহিনীর উপর ভরসা রাখার কথা বলেছেন। সব হত্যার বিচারের আশ্বাসও দিয়েছেন।

শেখ হাসিনা এরই মধ্যে ভারতে পৌঁছেছেন বলে একটি সূত্রে দাবি করা হয়েছে৷ তবে তাঁকে নিয়ে  কপ্টার কোথায় অবতরণ করেছে, এখনও নিশ্চিত করে কেউ কিছু বলছেন না৷ প্রসঙ্গত, তাঁর ছেলে জয় থাকেন আমেরিকায়। মেয়ে থাকেন দিল্লিতে।

এ দিন বেলা বাড়তেই লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জড়ো হন ৷  হাতে বাংলাদেশের পতাকা। মুখে হাসিনা সরকার-বিরোধী স্লোগান। গণভবনে লুটের অভিযোগও উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকেও হামলা চালান আন্দোলনকারীরা৷

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এ বছরের ১১ জানুয়ারি। এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ পরে ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে।চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন।  এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি।  মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে তিনি সোমবার পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছাড়লেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker