India & World UpdatesBreaking News
শ্রীলঙ্কার হোটেল-গির্জায় বিস্ফোরণ, হত ২০৭
207 killed, 450 injured in serial blasts in Sri Lanka’s hotels & churches
রবিবার সকাল পৌনে নটা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো। গির্জায় গির্জায় তখন ইস্টারের প্রার্থনা চলছিল। এক সময়ে তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে তিনটি হোটেলেও পর পর বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলে এলাকা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলম্বো ন্যাশনাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, গুরুতর জখম অবস্থায় আহতদের আনা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।’’
সাংরি লা, সিনামন গ্র্যান্ডের মতো বিলাসবহুল হোটেলে বোমা হামলার ঘটনায় বিদেশিদেরও আহত-নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এই সব হোটেলে প্রচুর বিদেশি পর্যটক ছিলেন। কলম্বোর ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, ‘‘কলম্বো ও বাত্তিকালোয়ায় বিস্ফোরণের খবর এসেছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’’ ভারতীয় নাগরিকদের কোনওরকম সাহায্যের জন্য ৯৪৭৭৭৯০৩০৮২, ৯৪১১২৪২২৭৮৮, ৯৪১১২৪২২৭৮৯ হেল্পলাইন নম্বরের কথাও জানায় কমিশন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তিনি ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছেন।
Following the blasts, the Army has deployed 200 troops in Sri Lanka. Prime Minister Ranil Wickremesinghe has convened an emergency meeting. There has been no official comment yet on suspected perpetrators of the blasts. No one has claimed responsibility so far.
The first explosions were reported at St Anthony’s Church in Colombo and St Sebastian’s Church at Katuwapitiya in the town of Negombo as the Easter masses were in progress. In Colombo, the blasts hit the Cinnamon Grand Hotel, the Shangri-La and the Kingsbury. Rescue operations is underway.
Minister for External Affairs Sushma Swaraj has tweeted that she is monitoring the situation in Sri Lanka. The details of those injured are yet to be declared. Meanwhile, the High Commission of India in Colombo has opened up its helpline for those in need of assistance. Indian citizens in need of assistance or help and for seeking clarification may call the following numbers : +94777903082 +94112422788 +94112422789