Barak UpdatesHappenings
আরও ২ পজিটিভ গ্রিনহিলসে, কাছাড়ে ২৮2 more +ve in Green Heals, total 28 +ve in Cachar on Monday
৬ জুলাইঃ গ্রিনহিলস হাসপাতালের আরও ২ জন কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাঁরা হলেন সুপর্ণা বারই (২৭) ও সাদিকা সুলতানা চৌধুরী (২৩)৷ মেহেরপুরের পাঁচঘরিতে সুপর্ণার বাড়ি। তাঁকে নিয়ে গ্রিনহিলসে মোট ৭ জন করোনায় আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে ডিরেক্টর রুদ্রনারায়ণ গুপ্ত এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ মণিকা দেবও রয়েছেন।
সোমবার প্রথম যে কেভিড টেস্ট লিস্ট বেরোয়, তাতে কাছাড়ের মোট ১২ জনের আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল। সন্ধ্যায় এই জেলায় আরও ১৬ জনের পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। দ্বিতীয় তালিকায় ২৭ বছরের সুপর্ণা বারৈ ছাড়া বাকি চারজন হলেনঃ পুনম কুমারী (২৩), তিলক দাস (রামনগর গুদাম), রাজনগরের হোসেন আনোয়ার (২৫) এবং কুম্ভীরগ্রাম কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষকের মা সবিলা বেগম লস্কর (৩৯)। তিলক দাসের করোনা ধরা পড়েছে গুদাম সূত্রে।
তৃতীয় তালিকাতে রয়েছে সাদিকার নাম৷ সঙ্গে আরও রয়েছে, কুম্ভীরগ্রাম ডিএসসি ক্যাম্পের হাসিমউদ্দিন খান (37), কাটিগড়ার আব্দুল কালাম বড়ভুইয়া (26), শিলচর এনআইটির কুমার মিথিলেশ, রামনগর চিরুকান্দির বিজন দাস (32), অরুণাচল বালিঘাটের মুস্তাফা চৌধুরী (23), আশ্রম রোডের সানভি শুভ্র (15 মাস), দিদারখুশ চতুর্থ খণ্ডের খালেদ হাসান (20), বাঁশকান্দির জিকদর লস্কর (18), আশ্রম রোডের মনীশ কুমার (34) ও সুধা। এরা সবাই বিমানযাত্রী। বাঙ্গালোর, পটনা, কলকাতা, কেরল থেকে এসেছেন।