Barak UpdatesBreaking News
স্টেডিয়াম নির্মাণে ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
2 labourers died as stadium collapsed over them

২৪ মার্চঃ স্টেডিয়ামের প্যাভিলিয়ন নির্মাণে মাটি ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দুই শ্রমিক মনোয়ার হোসেন ও শাহ আলম শেখ। দুজনের বাড়ি ধুবড়ি জেলায়। হাফলঙয়ের এন এল দাওলাগপু স্পোর্টস কমপ্লেক্সের ভি আই পি প্যাভিলিয়ন নির্মাণের কাজে এই দুই শ্রমিক নিযুক্ত ছিলেন। কাজের বরাত পেয়েছে গুয়াহাটির একটি নির্মাণ সংস্থা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুরে স্টেডিয়ামের একটি পোস্ট নির্মাণের কাজ চলছিল। তখনই প্রায় ১৫ ফুট উপর থেকে সিমেন্ট ভর্তি ব্যাগ ও মাটি কাজে থাকা ওই দুই শ্রমিকের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে মাটি সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।