Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে পুলিশের গুলিতে দুই অপরাধীর মৃত্যু
2 hardcore criminals killed in police encounter at Silchar

ওয়েটুবরাক, ৩ জুলাই : দুদিন আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল৷ অভিযোগ, কাছাড়ের বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত এরা৷ তাদের দুজন পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পুলিশ তাদের গতিরোধ করতে গুলি চালালে দুজনই মারা যায়৷

রবিবার পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, নিহতদের নাম কমরুল ইসলাম ওরফে লেখই মিয়া (৩৫) এবং আবুল হোসেন বড়ভুইয়া ওরফে আবু (২৬)৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার মূলত আবুলকে ধরার জন্য পিছু নিয়েছিল কাছাড় পুলিশ৷ জমি সংক্রান্ত বিবাদে সে ১৩ জুন গুলি চালিয়েছিল বলে রাঙ্গিরখাড়ি থানায় এজাহার জমা পড়েছে৷ তাকে ধরতে খবর দেওয়া হয়েছিল জোড়াবাট থানাতেও৷ তারাই আবুলের গাড়িটিকে আটকে রাখে৷ শিলচরের ওসির নেতৃত্বে পুলিশবাহিনী সেখানে গিয়ে দেখে, মেঘ না চাইতে জল৷ ‘ওয়ান্টেড’ লেখই-ও রয়েছে তার সঙ্গে৷ তার বিরুদ্ধে বহু ডাকাতি, বাইক চুরি, অপহরণ, অর্থ লোপাটের মামলা রয়েছে৷ তৃতীয়জন আনোয়ার হোসেন লস্কর (২৩) বর্তমানে শিলচর সদর থানায়৷ তাকে জিজ্ঞাসাবাদ চলছে৷

কৌর জানান, শনিবার রাতে তাদের নিয়ে  ফিরছিল কাছাড় পুলিশ৷ এক গাড়িতে আনোয়ার৷ অন্য গাড়িতে লেখই ও আবুল৷ সোনাপুর ধসস্থলে ধীরে ধীরে গাড়ি চলার দরুন সেখানে যানজট সৃষ্টি হয়৷ আনোয়ারকে নিয়ে গাড়ি এগিয়ে যেতে পারলেও অন্য গাড়ি পেছনে পড়ে যায়৷ একে অন্ধকার, এর ওপর গাড়ি চলছিল অতি ধীরে৷ এরই সুযোগে লেখই-আবুল হঠাৎ দরজা খুলে পালানোর চেষ্টা করে৷ পুলিশ তাদের থামতে বললেও এরা গতি বাড়িয়ে দেয়৷ একবার পাথরও ছুঁড়ে মারে পুলিশদের উদ্দেশে৷ তখনই পুলিশ পা লক্ষ্য করে গুলি চালায়৷ কিন্তু তারা বসে যাওয়ায় গুলি লাগে বুকে, পিঠে৷

পুলিশ সুপার বলেন, দ্রুত তাদের উদ্ধার করে কালাইন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাদের শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ৷ ডাক্তাররা লেখই ও আবুল দুজনকেই মৃত বলে ঘোষণা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker