Barak UpdatesHappeningsBreaking News

একবার বলে তদন্তকারী, একবার মিডিয়া, বড়খলায় দুই প্রতারক ধৃত
2 frauds nabbed at Borkhola who identified them as media & crime bureau

২৯ জুন: কিছুদিন ধরেই বড়খলার বিভিন্ন পঞ্চায়েত সভাপতি-সচিবকে ভয় দেখিয়ে অর্থ আদায় করছিল দুই যুবক৷ শিলচর ইটখলার সত্যজিৎ দে ও তোপখানা শিবাচলের মনবাহাদুর ছেত্রি৷ সোমবার বড় অঙ্কের আশায় তারা হাজির হয়েছিল বড়খলার বিডিও রূপকরঞ্জন দেবের চেম্বারে৷ প্রথমে নিজেদের ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসার পরিচয় দেয়৷ বিডিও-ও শুরুতে তদন্তকারী অফিসার ধরে নিয়ে সব হিসাবপত্র নিয়ে আসার প্রস্তুতি শুরু করেন৷

তখনই তারা হিসাবপত্র টানাটানি না করে টাকা দিয়ে সব মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়৷ সেখানেই খটকা বাঁধে রূপকবাবুর৷ ভাল করে জানতে চান তাদের পরিচয়৷ এরা তখন নিজেদের মিডিয়া বলে জানায়৷ কিন্তু হিমাচল প্রদেশের ইস্যু করা পরিচয় পত্র দেখে তার সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন৷ এফআইআরও করেন দুই যুবকের বিরুদ্ধে৷ বড়খলার ওসি সুরজিৎ চৌধুরী দুইজনকে গ্রেফতার করে জেরা অব্যাহত রেখেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker