Barak Updates
৮০-উর্ধ্বদের বাড়ি গিয়ে ভ্যাকসিন, প্রক্রিয়া শুরু কাছাড়ে
২৬ মে ঃ ৮০ বছর ও তার বেশি বয়সের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করছে কাছাড় জেলা প্রশাসন। এ ব্যাপারে ডেডিকেটেড ভ্যাকসিনেশন টিম গঠন করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এর আগে গত ২৩ মে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০ বছর ও তার বেশি বয়সিদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে নির্দেশ দিয়েছিলেন।
কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ইতিমধ্যে বিক্রমপুর, বড়খলা, ধলাই, হরিনগর, জালালপুর, লক্ষীপুর, সোনাই ও উধারবন্দের সাব ডিভিশনাল মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার এবং আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার ইউনিটের মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসারকে চিঠি পাঠিয়ে ভ্যাকসিনেশন টিম গঠন করার কথা বলেছেন। এই টিমকে রুট প্ল্যান তৈরি করা, ছবি, নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, যোগাযোগের ফোন নম্বর, ভ্যাকসিনেশনের ফটো সহ ম্যানুয়াল রেজিস্টার বজায় রাখার কথা বলা হয়েছে। টিমকে ঘরে ঘরে যাওয়ার জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করার কথাও বলেছেন অতিরিক্ত জেলাশাসক।