Barak UpdatesIndia & World Updates
শিলচর জেল থেকে ২ বাংলাদেশি স্বদেশের পথে
2 Bangladeshi released from Silchar jail, sent back to their country

২৫ জুলাইঃ শিলচর জেলে চার বছর ধরে বন্দি দুই বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার স্বদেশ ফেরার অনুমতি পেয়েছেন। এরা হলেন আব্দুল কুদ্দুস ও নুরুল আমিন। এ দিন ভোরে পুলিশ তাদের শিলচর থেকে করিমগঞ্জের উদ্দেশে নিয়ে রওয়ানা হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্প থেকে এসেছেন আরও ২৮জন।
মোট ৩০জনকেই দুপুরের দিকে বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। শিলচর জেল থেকে বেরিয়ে কুদ্দুস ও আমিন জানান, ভারতে এসেছিলেন কাজের সন্ধানে। রাজমিস্ত্রির কাজ জোগাড়ও করে নিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যান। বহুদিন পরে এ বার বাড়ি ফেরার সুযোগ পেয়ে তাদের বড় ভালো লাগছে বলেই মন্তব্য করেন তারা। দুজনেই বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আমরা অপেক্ষায় কখন পরিবারের লোকেদের সঙ্গে মিলব, তাদের দেখব।