India & World UpdatesHappeningsBreaking News
কেন্দ্রের রিপোর্ট তুলে ধরে মমতার পোস্ট, বড় লগ্নিতে সেরা তিন রাজ্যে বাংলা

ওয়েটুবরাক, ১৩ মার্চ: বড় শিল্পে লগ্নির সদিচ্ছার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। ২০২৪ সালে দেশের মধ্যে যে তিনটি রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে কর্পোরেট সংস্থাগুলি, তার মধ্যে রয়েছে বাংলা।
কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই এই তথ্য প্রকাশিত হয়েছে। একে অস্ত্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড’ বা ‘ডিপিআইআইটি’-এর যে সর্বশেষ রিপোর্ট কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে, তাতে পশ্চিমবঙ্গ সামনের সারিতে রয়েছে। বৃহৎ শিল্পে লগ্নির আগ্রহের দিক থেকে বাংলা রয়েছে একেবারে উপরের সারিতে।
মুখ্যমন্ত্রী লেখেন, ‘এমএসএমই-তে কয়েক বছর ধরে দেশে সেরার আসনে থাকার পর এখন বৃহৎ শিল্পেও আমরা সাফল্য অর্জন করেছি।’
তিনি জানান, ‘ডিপিআইআইটি-এর ২০২৪-‘২৫-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, বড় কর্পোরেট শিল্পে লগ্নির আগ্রহের দিক থেকে আমরা ২০২৪-এ সব রাজ্যকে ছাড়িয়ে গিয়েছি। দেশের তিনটি সেরা রাজ্যের মধ্যে রয়েছি আমরা। এমএসএমই-র সাফল্যের থেকেও তা অনেক বেশি।’ এবারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটও যথেষ্ট আশাব্যঞ্জক হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ভবিষ্যতে আরও রেকর্ড গড়বে বাংলা।’