India & World UpdatesHappeningsBreaking News
ফ্রান্সের গির্জার ভেতরে গলা কেটে মহিলা খুন
Knife attack in France Church; 3 stabbed to death

২৯ অক্টোবরঃ শিক্ষককে গলা কেটে খুনের দু’সপ্তাহের মধ্যে একই কায়দায় খুনের ঘটনা ঘটল ফ্রান্সে। ঐতিহাসিক নটরডাম গির্জায় এক মহিলার গলা কেটে খুন করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবারের ওই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসাবেই দেখছে ফরাসি প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ শহরের কেন্দ্রস্থল নিসে অবস্থিত নটরডাম গির্জার ভিতরে ছুরি নিয়ে ঢুকে পড়ে হামলাকারী। তার পর তাণ্ডবের শুরু। এক মহিলার গলা কেটে খুন করে সে। তার ছুরির আঘাতে প্রাণ হারান আরও ২ জন। আহতও হন অনেকে। পরে গির্জায় ঢুকে পুলিশ গুলি চালালে জখম হয় ওই হানাদার। তাকে গ্রেফতার করা হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে ২০১৫ সালে ভয়াবহ জঙ্গি হানার শিকার হয়েছিল ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি এবদো। সেই ঘটনা নিয়েই ছাত্রদের পড়াতে গিয়ে দিনকয়েক আগে নিহত হন ফ্রান্সের এক স্কুলশিক্ষক। এক চেচেন কিশোর ওই শিক্ষকের গলা কেটে খুন করে বলে অভিযোগ। পরে পুলিশের গুলিতে নিহত হয় সে নিজেও। ওই ঘটনাকে ঘিরে এখনও উত্তেজনার আবহ রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর ব্যঙ্গচিত্র নিয়ে ম্যাক্রঁর মন্তব্যের প্রতিবাদে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে কুয়েত, জর্ডন, কাতার সহ একাধিক দেশ। প্রতিবাদ হচ্ছে দক্ষিণ অসমেও।
বছর চারেক আগে জুলাই মাসে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ছবি দেখেছিল এই নিস। বাস্তিল দিবস উদযাপনের দিনে ভিড়ের উপর দিয়েই ১৯ টনের ভারী ট্রাক চালিয়ে দিয়েছিল এক হানাদার। সে দিন ৮৬ জন প্রাণ হারান। আহত হয়েছিলেন সাড়ে চারশোর বেশি।