NE UpdatesHappeningsBreaking News
আরও আগে বীরেনকে ইস্তফার নির্দেশ দিলে ক্ষতি অনেকটাই ঠেকানো যেত, প্রতিক্রিয়া সুস্মিতার

ওয়েটুবরাক, ৯ ফেব্রুয়ারি: “বড় দেরি করলেন অমিত শাহ।” এ ভাবেই বীরেন সিংহের পদত্যাগে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, গত দুই বছরে কত শিশু প্রাণ হারিয়েছে, কত মহিলা ধর্ষিতা হয়েছেন, হাজার হাজার মানুষ আজও ঘরছাড়া। আরও আগে বীরেন সিংহকে ইস্তফার নির্দেশ দিলে এমন বিশাল ক্ষতির কিছুটা অন্তত ঠেকানো যেত। তাঁর কথায়, নরেন্দ্র মোদী, অমিত শাহরা মণিপুরের সমস্যাকে স্রেফ গুরুত্বহীন করে রেখেছিলেন। বিজেপির বিধায়করাও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এত কথার পরও মোদী একবার মণিপুর সফরের প্রয়োজনীয়তা বোধ করলেন না। আর বীরেন সিংহ এমন ভূমিকা নিলেন যেন, যা চলছে, চলতে থাকুক। সুস্মিতা মণিপুর সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।