NE UpdatesHappeningsBreaking News
হিমন্তের আমন্ত্রণে গুয়াহাটিতে সপরিবারে চম্পাই সোরেন
গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে বিজেপিতে যোগ দেওয়া চম্পাই সোরেন সপরিবারে অসম সফরে এসে মুখ্যমন্ত্রীর আতিথ্য গ্রহণ করলেন। ঝাড়খন্ড মুক্তি মোর্চা ছেড়ে গত সপ্তাহেই বিজেপিতে যোগদান করেছেন সোরেন। শুক্রবার তিনি আসেন গুয়াহাটিতে। মুখ্যমন্ত্রীর আতিথ্য গ্রহণের পাশাপাশি তিনি শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির দর্শনও করেন।
উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর চম্পাই সোরেনকে অসমে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই আমন্ত্রণের প্রেক্ষিতে তিনি পরিবারের কয়েকজন সদস্য নিয়ে গুয়াহাটিতে আসেন। শনিবার কামাখ্যা মন্দির দর্শন করে চম্পাই সোরেন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ গুয়াহাটিতে সপরিবারে মা কামাখ্যা মন্দির দর্শন করে ঝাড়খন্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছি।’
অন্যদিকে চম্পাই সোরেনকে নিজের ঘরে আতিথ্য দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘সম্প্রতি যখন আমি ঝাড়খন্ড গিয়েছিলাম, সেসময় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা একজন বলিষ্ঠ নেতা চম্পাই সোরেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমাদের দলে তাঁর যোগদান করার পর কামাখ্যা দেবীর দর্শন করার জন্য আমি তাঁকে গুয়াহাটিতে আমন্ত্রণ জানিয়েছিলাম। ‘