Barak UpdatesHappeningsBreaking News
কাল দক্ষিণ হাইলাকান্দি ব্লক কার্যালয়ে স্বাস্থ্য ও পুষ্টি মেলা
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর : দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ড কার্যালয়ের সদ্ভাবনা মন্ডপে মঙ্গলবার স্বাস্থ্য এবং পুষ্টি মেলা অনুষ্ঠিত হবে। মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য হাইলাকান্দি জেলার সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। বিভাগের কার্যসূচি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর আওতায় এই মেলা মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হবে। এই উপলক্ষে মণিপুর হাইস্কুল এবং ঘাড়মুরার কালীবাড়ি গার্লস স্কুলের ছাত্রীদের বিনামূল্যে হিমোগ্লোবিন পরীক্ষা করে দেখা হবে। মেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বয়:সন্ধির মেয়ে সহ মহিলাদের বিভিন্ন টেস্টের সুযোগসুবিধা এবং মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা চক্র থাকবে। এছাড়া এতে অন্যান্য সরকারি বিভাগের কর্মসূচিও থাকবে।