Barak UpdatesHappeningsBreaking News

বরাকে নতুন পজিটিভ ১৬, কাছাড়ে ৪, হাইলাকান্দিতে ১২
16 more +ve in Barak Valley, 4 in Cachar & 12 in Hailakandi

১৭ জুন: বরাক উপত্যকায় আরও ১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ শিলচর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, তাদের ১২ জনই হাইলাকান্দির, বাকিরা কাছাড় জেলার বাসিন্দা৷ উভয় জেলার সব কজন রোগীই বাইরে থেকে এসেছেন৷ তাদের কারও দেহে করোনার কোনও উপসর্গ নেই৷ সবাইকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷

Rananuj

কাছাড়ের চার আক্রান্ত হলেন: ধলছড়ার বিনোদ কুর্মি (৫০), বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের খয়রুল হক চৌধুরী(২৪), বারিকনগরের কাজল হোসেন চৌধুরী (২৭) এবং দয়াপুরের রুবেল বড়ভুইয়া (২১)৷

হাইলাকান্দিতে আক্রান্ত হয়েছেন, ধলাইমলাইর জাকির হোসেন শেখ (১৯), মহম্মদপুর প্রথম খণ্ডের মহিবুদ্দিন লস্কর (২২), ফজল হোসেন চৌধুরী (২৪) ও খয়রুজ্জামান লস্কর (২৩), মহম্মদপুর দ্বিতীয় খণ্ডের আকতারুদ্দিন লস্কর (২২), ধলাইর আবিরুদ্দিন চৌধুরী (১৮), লক্ষীশহর ৮ নং ওয়ার্ডের ওসমান গণি লস্কর (২৫), রংপুর তৃতীয় খন্ডের পারুল হোসেন তালুকদার (২৬), নিজবর্ণারপুর প্রথম খণ্ডের জাবির হোসেন চৌধুরী (২১), শাইদুল হোসেন চৌধুরী (২৫) ও নজমুল হক মাঝারভুইয়া (৩৫) এবং নুনাইখালের জয়দুল ইসলাম লস্কর (২০)৷

হাইলাকান্দির সবাই এসেছেন মহারাষ্ট্র থেকে৷ বিএসএফ জওয়ান বিনোদ কুর্মি কাছাড়ে এসেছেন উত্তরপ্রদেশ থেকে৷ কাছাড়ের আক্রান্ত বাকি তিনজন বেঙ্গালুরু ফেরত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker