Barak UpdatesHappeningsBreaking News
সোয়াইন ফ্লুতে হাইলাকান্দিতে একজনের মৃত্যু, মেডিক্যালে ভর্তি আরও ৩
ওয়েটুবরাক, ৬ মে: বরাক উপত্যকায় পাঁচজনের দেহে সোয়াইন ফ্লু ধরা পড়ল। তাদের মধ্যে পনেরো মাস বয়সি এক শিশু প্রাণ হারিয়েছে। বাকিরা শিলচর মেডিক্যাল কলেজে চিকিতসাধীন।
স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক অলকানন্দা নাথ জানান, ২৮ এপ্রিল ফারহানা খানম বেগম লস্কর নামে শিশুটিকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও কাশিতে ভুগছিল সে। দুদিন পরে তাকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠালে সেখানেই পরীক্ষানিরীক্ষা করে ধরা পড়ে, সে এইচওয়ানএনওয়ান ভাইরাস বা সোয়াইন ফ্লুতে আক্রান্ত। পরে অবস্থার অবনতি হলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাকে ভেন্টিলেশনে রাখতে চাইলে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত বলেন, অনেকটা জোর করেই অভিভাবকরা শিশুটিকে বার করে নিয়ে যায়। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অধ্যক্ষ জানান, বাকি চারজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অন্য তিনজনের চিকিতসা চলছে। অলকানন্দার কথায়, ফারহানাদের বাড়ির সকলের দিকে নজর রাখা হচ্ছে। পাড়ার অন্যদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। জ্বর-কাশি হলেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেই অনুমান করছেন তিনি । অধ্যক্ষ গুপ্ত জানান, যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন।
(ছবি: অলকানন্দা নাথ৷)