Barak UpdatesHappeningsBreaking News
উধারবন্দ জগন্নাথ সিং কলেজে তামাক বিরোধী সচেতনতা সভা
ওয়েটুবরাক, ২৫ মার্চ : যুবসমাজের মধ্যে তামাক নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে উধারবন্দ জগন্নাথ সিং কলেজ। কলেজের এনএসএস-এর উদ্যোগে গত শুক্র ও শনিবার উধারবন্দ এলাকার বেশ কটি গ্রামে অনুষ্ঠিত হয় তামাক বিরোধী সচেতনতা কর্মসূচি। কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।
এনএস এস-এর স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা এলাকার দয়াপুর, ইস্টামপুর, শাইবাগ, চানক্ষীরা, লাঠিগ্রাম ও অন্যান্য জায়গার জনগণের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তামাক সেবনের ক্ষতিকারক দিক নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। তাঁরা বলেন, তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে মানবদেহে নানা ধরণের রোগের সৃষ্টি হয়। অথচ বর্তমানে যুবসমাজের মধ্যে তামাক জাতীয় দ্রব্যের সেবন প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে।
তামাক সেবনের ক্ষতির কথা যুবসমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য জনগণ এবং অভিভাবকদের অনুরোধ জানান তারা। তামাক সেবন না করতে প্রতিটি জায়গায় শপথ বাক্যও পাঠ করা হয়। এই কর্মসূচিতে কলেজের ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এন এস এস-এর প্রোগ্রাম অফিসার তথা কলেজের সহকারী অধ্যাপক ড. শ্যাম মামুদ বড়ভূঁইয়া জানান, তামাক জাতীয় দ্রব্য সেবনের বিরুদ্ধে কলেজের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও ওই দুই দিন এন এস এস স্বেচ্ছাসেবকরা উধারবন্দ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে স্বচ্ছতা কর্মসূচি পালন করেন। ছাত্র-ছাত্রীরা কলেজের সম্মুখ থেকে শুরু করে উধারবন্দ বাসস্ট্যান্ড ও থানার সম্মুখের রাস্তা পরিষ্কার করে স্বচ্ছতার দৃষ্টি স্থাপন করার প্রয়াস করেন। স্থানীয় জনগণ তাদের এই ধরনের কাজের প্রশংসা করেছেন।