NE UpdatesHappeningsBreaking News
বিধায়ক গ্রেফতারের সমালোচনায় সরব ইউডিএফ
ওয়েটুবরাক, ৮ নভেম্বর : কংগ্রেসের বিধায়ক হলেও নিজের দলই এখন পাশে নেই আফতাব উদ্দিন মোল্লার৷ গ্রেফতারের পর প্রতিবাদ দূরে থাক, গ্রেফতারের আগেই শোকজ করা হয়েছিল. তাঁকে৷ তবে বিধায়ক গ্রেফতারের সমালোচনায় সরব হয়েছে ইউডিএফ৷ বুধবার শিলচরে এসেই সভাপতি বদরুদ্দিন আজমল বলেন, বিধায়ক মোল্লা আপত্তিকর মন্তব্যই করেছিলেন৷ কিন্তু তিনি যখন প্রকাশ্যে মাফ চেয়ে নিয়েছেন, তখন সরকারের উচিত ছিল, তাঁকে মাফ করে দেওয়া৷ ইউডিএফ সাধারণ সম্পাদক করিমুদ্দিন বড়ভুইয়া কংগ্রেসের ভূমিকারও সমালোচনা করেন৷ বলেন, ক্ষমা প্রার্থনার পরও এরা তাঁকে শোকজ করল৷ অথচ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা নিজেই শ্রীকৃষ্ণকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন৷