India & World UpdatesHappeningsBreaking News
জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে সংসদ নির্বাচন
ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগামী মাসেই সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। সব দল ভোটমুখী বলেই আশা করা হচ্ছে। তিনি জানান, সাংবিধানিক সঙ্কট ও দেশে নৈরাজ্য ঠেকাতে জানুয়ারিতেই নির্বাচন প্রক্রিয়া সেরে নিতে হবে৷
ব্যালটে ভোট হবে জানিয়ে আরেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, এই কারণে চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে।