NE UpdatesHappeningsBreaking News
বিহাড়ায় বিদ্যুৎহীন তার ছিঁড়ে পড়ল ট্রেনের ওপর, যাত্রীদুর্ভোগ
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : চলন্ত ট্রেনের ওপর ছিড়ে পড়ল নির্মীয়মান বৈদ্যুতিক লাইনের হাইটেনশন তার৷ এখনও ওই লাইনে বিদ্যুৎ সংযোগ না হওয়ায় বড় ধরনের কোনও অঘটন ঘটেনি৷ তবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে৷ শিলচর-কোয়েম্বাটুর ট্রেনটি মঙ্গলবার রাত ৭টা ৫৫ মিনিটে শিলচর থেকে ছেড়েছিল৷ নির্ধারিত সময়সূচি মেনেই এগোচ্ছিল৷ কিন্তু রাত দশটায় ঘটে ট্রেনের ওপর তার ছিঁড়ে পড়ার ঘটনা৷ আতঙ্কে সবাই শিউড়ে ওঠেন৷ কিছুক্ষণের মধ্যে জানা যায়, ওই তারে এখনও বিদ্যুৎ সংযোগ হয়নি৷ তবু আড়াই ঘণ্টা কাছাড় জেলার বিহাড়ায় বসে থাকতে হয় তাঁদের৷ বিভাগীয় প্রক্রিয়া মেনে বিদ্যুৎ কর্মীরা গিয়ে তার সরানোর পর ট্রেন সেখান থেকে ছাড়ে৷ শিলচর-লামডিং রুটে রেলের বৈদ্যুতিকীকরণের কাজ চলছে৷ তার ছিড়ে পড়ার ঘটনায় কাজের গুণমান ও যাত্রীনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷