Barak UpdatesHappeningsBreaking News
১৪৪ ধারা জারি, চতুর্থ শ্রেণির চাকরির জন্য রবিবার কাছাড়ে পরীক্ষায় বসবেন ৭৩৩৭৬ জন
ওয়েটুবরাক, ২০ আগস্টঃ চতুর্থ শ্রেণির পদের জন্য স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন আগামীকাল রবিবার যে পরীক্ষার আয়োজন করেছে, তাতে কাছা়ড় জেলায় মোট ৭৩৩৭৬ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসবেন। পরীক্ষা হবে দুই শিফটে। প্রথম শিফটেই রয়েছেন অধিকাংশ পরীক্ষার্থী, ৫৭৫২৫ জন। দ্বিতীয় শিফটে বসবেন ১৫৮৫১ জন। শহর-গ্রাম মিলিয়ে মোট ১১৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
এই পরীক্ষা নির্বিঘ্নে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এই ধারায় জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থী, সাংবাদিক এবং পরীক্ষা সংশ্লিষ্ট সরকারি কর্মী ছাড়া পরীক্ষাকেন্দ্রের একশো মিটারের মধ্যে অন্য কেউ জড়ো হতে পারবেন না। সুইচ অন কিংবা অফ কোনও অবস্থায় পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা চলবে না। স্মার্ট ওয়াচ, হেলথ ব্যান্ড, ইলেকট্রনিক পেন বা স্ক্যানার, ব্লুটুথ, এয়ারফোন, মাইক্রোফোন বা এই ধরনের ইলেকট্রনিক সামগ্রী, প্রোগ্রামেবল ডিভাইস বা স্টোরেজ মিডিয়া ডিভাইস নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই তালিকায় রয়েছে ক্যালকুলেটর, পেন ড্রাইভ, কাগজের টুকরো ইত্যাদিও।